‘তৃণমূলের গুন্ডাদের গ্রেফতার করুন।’ হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা এমন নির্দেশ দিয়েছেন বলে শনিবার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগ খণ্ডন করে কমিশন জানাল, সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর।
নির্বাচন কমিশন বিবৃতিতে জানিয়েছে, সংবাদমাধ্যমের একটা অংশের দাবি, তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তৃণমূলের গুন্ডাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে কমিশনের আধিকারিক ও পর্যবেক্ষকরা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর। কোনও রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের নির্দেশ দেননি পর্যবেক্ষক, মুখ্য নির্বাচনী আধিকারিক অথবা আধিকারিকরা।”
Be the first to comment