রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমারকে বিভিন্ন বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এরপর মাঝে মধ্যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা জড়িয়ে পড়ছেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।
বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতে দলীয় কাজ থেকে বাড়ি ফেরার পথে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের। চাঁচোলে অলি হোন্ডা গ্রাম পঞ্চায়েতের আসরাইলের ঘটনা।
এদিকে মালদার রতুয়া থানায় ধরনায় বসলেন রতুয়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পায়েল খাতুন। ১০ জন পোলিং এজেন্টকে বেআইনিভাবে আটক করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে ধরনায় বসলেন ওই নির্দল প্রার্থী।
Be the first to comment