গঙ্গারামপুরে বিজেপি এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Spread the love

সোমবার সপ্তম দফার ভোটের সকালে বিজেপি এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল গঙ্গারামপুরে। সোমবার ভোটের আগেই পুলিস ওই এজেন্টকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির দাবি, এভাবে বিজেপিকে প্রতিহত করার চেষ্টা করছে শাসকদল।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তিলনা গ্রাম। এখানকার ২০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট অসিত সরকার। বিজেপির অভিযোগ, সোমবার সকাল ১০টা নাগাদ বাড়ির সামনেই বসেছিলেন অসিত। সঙ্গে বাড়ির আরও দু’ একজন ছিলেন।
অভিযোগ, সেই সময় হঠাৎই মদ্যপ অবস্থায় এক পুলিশকর্মী অসিত ও তাঁর বাড়ির লোকজনকে লাঠি দিয়ে মারে। এরপরই গাড়িতে তুলে নেয় অসিতকে। কী কারণে এই বিজেপি এজেন্টকে পুলিস নিয়ে গেল তা এখনও স্পষ্ট নয় অসিতের পরিবার বা স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে। যদিও বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় বিষয়টি নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তা ও জেলা নির্বাচনী অধিকারিককে অভিযোগ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*