করোনায় আক্রান্ত হলেন চলতি বিধানসভা নির্বাচনের বরাহনগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র। সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানিয়েছেন তিনি। সূত্রের খবর, পার্নোর বোনও কোভিডে আক্রান্ত। পার্নো বালিগঞ্জের ভোটার। সোমবার অর্থাৎ আজ তাঁর ভোট। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি।
পার্নো টুইটারে লেখেন, “আমি অসুস্থ। কিন্তু ধীরে ধীরে সুস্থতার পথে এগচ্ছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ বার আমার ভোট দেওয়া হবে না। কিন্তু যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করা শুরু করেছি তা শেষ হওয়ার নয়। এক উদ্যমে আমরা সবাই মিলে সেই লক্ষ্যের দিকে পৌঁছে যাব।”
একই সঙ্গে বিগত সাত দিনে যে বা যারা তাঁর সংস্পর্শে এসেছে তাঁদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার জন্যও আবেদন জানিয়েছেন পার্নো। আবেদন জানিয়েছেন কোভিড বিধি মেনে চলার জন্যও।
রবিবার নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন আর এক বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ও। তিনিও এ দিন ভোট দিতে পারছেন না। প্রসঙ্গত, দ্বিতীয় বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন তিনি। অন্যদিকে রবিবার করোনায় প্রাণ হারিয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিছু দিন আগে সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হন। এ ছাড়াও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীও প্রাণ হারান করোনায়।
Be the first to comment