দিল্লির পর এবার হরিয়ানা, অক্সিজেনের অভাবে ২৪ ঘণ্টায় ৩ হাসপাতালে মৃত্যু ১৩ করোনা রোগীর

Spread the love

দিল্লির পর এবার হরিয়ানা। অক্সিজেনের অভাবে মৃত্যু হল পাঁচ করোনা রোগীর। হরিয়ানার হিসার জেলায় রোগী মৃত্যুর খবর মিলতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীদের পরিবারের লোকজন। তাঁরা হাসপাতাল ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে তিনবার রোগী মৃত্যুর সংবাদ পাওয়া গেল।
রবিবারই গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চার করোনা রোগীর। অন্যদিকে, রেওয়ারি হাসপাতালেও চারজন করোনা রোগীর মৃত্যু হয়। দুটি ক্ষেত্রেই অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। এরপরেই আজ সকালে হিসার জেলাতেও একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে পাঁচ রোগীর মৃত্যু হয়।
এদিনের রোগী মৃত্যুর ঘটনা সম্পর্কে এক পুলিশ অফিসার জানান, রোগীর পরিবারের অভিযোগ অক্সিজেনের অভাবেই ওই পাঁচজনের মৃত্যু হয়েছে। কোভিড প্রোটোকল মেনেই স্বাস্থ্য দফতর দেহ সৎকারের দায়িত্ব নিয়েছে। অন্যদিকে গুরগাঁওয়ে গতকাল রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাসপাতালে অক্সিজেনের সঙ্কট থাকলেও চার রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়নি। তাঁদের সকলেরই শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ছিল। চিকিৎসকরা বহু প্রচেষ্টা করলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে দিল্লিতেও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা সামনে আসে। শুক্রবার একটি বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়, অক্সিজেনের অভাবে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বহু হাসপাতালের তরফেই অক্সিজেন সঙ্কটের অভিযোগ তোলা হচ্ছে। অক্সিজেনের অভাবে রোগী ভর্তিও বন্ধ হয়েছে একাধিক হাসপাতালে।
বাকি রাজ্যের মতো হরিয়ানাতেও ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে ১০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার হরিয়ানার মুখ্য সচিব বিজয় বর্ধন সমস্ত ডেপুটি কমিশনারদের একটি কমিটি গঠনের নির্দেশ দেন, যা রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালের অক্সিজেন বন্টন ও সরবরাহের দিকটি দেখভাল করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*