সায় দিল না শরীর, ভোট দেওয়া হল না বুদ্ধবাবুর

Spread the love

শারীরিক অসুস্থতার জন্য এবার ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বালিগঞ্জ বিধানসভার ভোটার তিনি ৷ প্রত্যেক নির্বাচনের সময় স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে দেখা গিয়েছে তাঁকে ৷ শুধুমাত্র গত লোকসভা ভোটে তিনি ভোট দিতে পারেননি ৷ আর এবার বিধানসভা নির্বাচনেও ভোট দিতে পারলেন না তিনি ৷

আজ ৩৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে ৷ তার মধ্যে অন্যতম কেন্দ্র হল বালিগঞ্জ ৷ আর প্রত্যেক নির্বাচনের সময় বালিগঞ্জের পাম অ্যাভিনিউর বাড়িটির দিকে সকলের নজর থাকত ৷ প্রত্যেকবার মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভোট দিতে যেতেন বুদ্ধদেববাবু ৷ কিন্তু, এবার ছবিটা আলাদা ৷ আজ সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শুধুমাত্র বেরোতে দেখা গেল বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকে ৷ ইচ্ছে থাকলেও ভোট দিতে যাওয়ার উপায় নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷ বাধ সেজেছে শারীরিক অসুস্থতা ৷

দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ৷ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও সিপিএমের তরফে তাঁকে বাড়ি থেকেই ভোট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু তা খারিজ করে দেন ৷ তাই সিপিএমের তরফে আশা করা হয়েছিল এবার বুদ্ধবাবু বুথে গিয়েই ভোট দেবেন ৷ কিন্তু, শারীরিক অসুস্থতা ও করোনা পরিস্থিতিতে এবার আর ভোট দেওয়া হল না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*