গরুপাচার কাণ্ডে অনুব্রতকে নোটিস সিবিআই-এর, মঙ্গলবার হাজিরার নির্দেশ

Spread the love

ইডি-র পর বার সিবিআই-এর নজরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় এ দিন তাঁকে নোটিস দিয়ে নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সোমবারই নোটিস পাঠানো হয়েছে শাসকদলের এই দৌর্দণ্ডপ্রতাপ নেতাকে।

আগামিকাল, অর্থাৎ ২৭ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রতর পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতাকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর সিবিআই সূত্রে।

অষ্টম দফায় ভোট রয়েছে অনুব্রতর গড় বীরভূমে। ঠিক তার আগেই গত সপ্তাহে সিবিআই তাঁকে এই নোটিস পাঠিয়েছে। ফলে শাসকদলের অভিযোগ, ভোটের মরসুমে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে পরোক্ষে চাপ তৈরি করতে চাইছে বিজেপি।

যদিও সিবিআই সূত্রে খবর, গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে। যা কোথা গিয়ে তদন্তের গতিপথ ঘুরিয়ে দিয়েছে বীরভূমের দিকে। সেই জেলা থেকেও নানাভাবে অবৈধ গরুপাচার কারবার চলত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই পরিপ্রেক্ষিতেই এ বার অনুব্রতকে ডেকে পাঠানো হল কেন্দ্রীয় সংস্থার তরফে।

ইতিমধ্যেই একাধিক মামলায় রাজ্যের শাসকদলের একাধিক নেত ও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তে চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। কয়লাপাচার মামলায় মাসকয়েক আগেই নোটিস দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কের স্ত্রী-কে। আইকোর মামলায় নোটিস দিয়ে তলব করা হয় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। দিনতিনেক আগেই আবার তাঁকে নোটিস দিয়ে সম্পত্তির খতিয়ান জানতে চায় ইডি। এ বার নোটিস গেল সিবিআই-এর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*