বীরভূমে ভোটের আগে অনুব্রত মণ্ডলকে সিবিআই দিয়ে বিব্রত করা হচ্ছে বলে সোমবার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর দাবি, ইলেকশনের আগে অনুব্রতর বাড়িতে চলে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। ২৭ তারিখ যেতে বলেছে। ‘কেষ্ট’কে তৃণমূল নেত্রী উপদেশ দিয়েছেন,”আমি বলে দিয়েছি, একদম যাবি না।”
মিনার্ভা থিয়েটারের সভায় মমতা এ দিন বলেন,”এত ভীতু এরা জানেন! কাল কেষ্টর বাড়িতে গিয়েছে দুটো সিবিআইয়ের লোক। গিয়ে বলছে ২৭ তারিখে সিবিআই অফিসে আসুন। ২৯ তারিখে ওদের ইলেকশন। কেন যাবে ২৭ তারিখ সিবিআই অফিসে! ইলেকশন চলছে, গণতন্ত্রের প্রসেস চলছে। ইচ্ছেমতো ডাকছে। সে ইলেকশনের কাজ করবে না! সে একটা পার্টির প্রেসিডেন্ট। তার বাড়িতে চলে যাচ্ছে। বুঝুন ঠেলা। কোভিড নিয়ে চলে যাচ্ছে। যে কেউ ঢুকে যাচ্ছে। এখন কেউ ঢোকবার আগে টেস্ট করা উচিত।”
Be the first to comment