করোনার বিরুদ্ধে লড়াইতে এ বার ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদেরও কাজে লাগানো হবে। সোমবার এ কথা জানিয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত।
সংবাদমাধ্যমের কাছে রাওয়ত জানিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনীর যে সমস্ত স্বাস্থ্যকর্মী ২ বছর আগে অবসর নিয়েছেন অথবা নিজের কার্যকালের মেয়াদ ফুরনোর আগেই কাজ ছেড়েছেন, তাঁদেরকে করোনার বিরুদ্ধে যুদ্ধে শামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরোও বলেন, নিজেদের এলাকার মধ্যে থেকেই করোনার চিকিৎসা পরিষেবার কাজে যোগ দেবেন তাঁরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোভিড পরিস্থিতিতে সেনার প্রস্তুতি এবং সহযোগিতা নিয়ে এক বৈঠক করেন জেনারেল রাওয়ত।
Be the first to comment