একদিনে রেকর্ড মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ৬৮ জনের, আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৯২ জন। অর্থাৎ পরিস্থিতি চরম ভয়ানক।
গত বছর করোনা পরিস্থিতিতে বাংলায় মৃত্যুর হার অন্যান্য রাজ্য অপেক্ষা ছিল অনেকাংশে কম। কিন্তু বর্তমানে হু হু করে রাজ্যে বাড়ছে করোনা, কমছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৯৪৯ জন, সুস্থতার হার ৮৬.০৬ শতাংশ। ২৬ এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৯৪২ জন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ৯ জনের। রাজ্যে মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি কলকাতার। বিগত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৪২৫ জন এবং ৯৮২ জন।
প্রসঙ্গত, রবিবার রাজ্যে প্রকাশিত বুলেটিন অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন, মৃত্যু হয়েছে ৫৭ জনের। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের প্রয়োজনে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে।
কলকাতায় প্রতিদিন হাজারের উপরে মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতি আঁচ করে হাসপাতালের বেড বাড়ানোর পাশাপাশি সম্প্রতি সেফ হোমের পরিকাঠামো বাড়াতে আরও তৎপর হয় রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতায় সেফ হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান বিদায়ী পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা। দেশ জুড়ে করোনা পরিস্থিতিতে অক্সিজেনের আকাল। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘রাজ্যেকে বঞ্চিত করে অক্সিজেন পাঠানো হচ্ছে উত্তরপ্রদেশ।
Be the first to comment