মুর্শিদাবাদের পর এবার মালদা ৷ করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হল নির্দল প্রার্থী সমীর ঘোষের ৷ তিনি বৈষ্ণবনগর কেন্দ্রের নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ৷ গতকাল রাতে মারা যান তিনি ৷ তাঁর মৃত্যুতে বৈষ্ণবনগর কেন্দ্রের নির্বাচন স্থগিত হবে কি না সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি কমিশন ৷
সমীরবাবু পেশায় ছিলেন রপ্তানিকারক ৷ তিনি মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যও ছিলেন ৷ অল্প বয়সেই জেলার ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে পরিচিতি গড়ে তোলেন তিনি ৷ তাঁর পৈতৃক বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর গ্রামে ৷ তবে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে তিনি মালদা শহরেই থাকতেন ৷ নির্দল প্রার্থী হিসাবে তিনি প্রচারও চালাচ্ছিলেন জোর কদমে ৷
সপ্তাহখানেক আগে হালকা জ্বর হয় তাঁর ৷ চিকিৎসকের পরামর্শে লালারস পরীক্ষা করালে করোনা সংক্রমণ ধরা পড়ে ৷ প্রথমে বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন তিনি ৷ পরে শ্বাসকষ্ট শুরু হওয়ায় ২৩ এপ্রিল পুরাতন মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় ৷
প্রথমদিকে চিকিৎসায় সাড়া দিলেও গতকাল সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ চিকিৎসকের পরামর্শে তাঁকে কলকাতাও নিয়ে আসা হয় ৷ কিন্তু গতকাল রাতে বারাসতেই মৃত্যু হয় তাঁর ৷
প্রসঙ্গত, এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে যথাক্রমে কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত হয়ে গিয়েছিল ৷ এই দুই কেন্দ্রে ভোট হবে ১৬ মে ৷
Be the first to comment