সামাজিক দূরত্ব না-মানলে ১ কোভিড রোগীর থেকে সংক্রমিত হবেন ৪০৬ জন

Spread the love

সামাজিক দূরত্ব মেনে না-চললে ৩০ দিনে একজন কোভিড রোগীর থেকে ৪০৬ জনের শরীরে ছড়াতে পারে করোনাভাইরাস ৷ এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কোভিডের সংক্রমণ রুখতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ফের মনে করিয়ে দিয়েছে কেন্দ্র ৷

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের যুগ্মসচিব লব আগরওয়াল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “একজন কোভিড রোগী যদি তাঁর ৫০ শতাংশ প্রকাশ্যে আসা কমিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে ৪০৬ জনের পরিবর্তে তাঁর থেকে সংক্রমিত হচ্ছেন ১৫ জন ৷ যদি তিনি প্রকাশ্যে আসা ৭৫ শতাংশ কমিয়ে ফেলেন, তাহলে ৩০ দিনে ওই ব্যক্তির থেকে সংক্রমিত হবেন ২.৫ জন ৷ তবে তিনি সামাজিক দূরত্ব বজায় না-রাখলে ৩০ দিনে তাঁর থেকে ৪০৬ জন সংক্রমিত হবেন ৷”

তিনি আরও জানান, “গবেষণায় দেখা গিয়েছে, ৬ ফিট দূরত্বে থেকেও একজন কোভিড পজ়িটিভ ব্যক্তির থেকে আর একজন সংক্রমিত হতে পারেন ৷ বাড়িতে আইসোলেশনে থাকাকালীন এই পরিস্থিতি হতে পারে ৷ মাস্ক যদি ঠিকমতো পরা না-থাকে, তাহলে একজন কোভিড রোগীর থেকে অন্যের সংক্রমিত হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*