দেশে কোভিড ভয়ঙ্কর রূপ ধারণ করেছে । দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ ছুঁয়েছে । তার মধ্যেই পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনী প্রক্রিয়া । এবারের নির্বাচনে প্রার্থী হিসাবে রয়েছেন রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তর মতো একাধিক তারকা ৷ কিন্তু, সোমবার হঠাৎই এই তারকা প্রার্থীদের ফোন নম্বর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ নম্বর ছড়িয়ে পড়তেই তারকা প্রার্থীদের কাছে আসতে থাকে একের পর এক ফোন ৷ এর থেকে নিস্তার পেতে রাজ চক্রবর্তী ফোন বন্ধ করে দেন ৷ অনেকেই সিদ্ধান্ত নেন ফোন নম্বর বদল করার ৷
ঠিক কী হয়েছিল ? কীভাবে তাঁদের নম্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ? গতকাল কোনও এক নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তাতে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, যশ দাশগুপ্ত, বাবুল সুপ্রিয় এবং পার্নো মিত্রদের মতো তারকা প্রার্থীদের ছবির সঙ্গে তাঁদের ফোন নম্বর দিয়ে তিনি লেখেন, এঁরা মানুষের জন্য কাজ করতে চান ৷ এই করোনা পরিস্থিতিতে যেকোনও রকম প্রয়োজনে এদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন ৷
জনৈক নেটাগরিকের এই পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য ৷ পোস্টটি শেয়ার করে তিনি লেখেন , যাঁরা মানুষের সাহায্য করতে পারছিলেন না বলে অভিযোগ করছিলেন তাঁদের কাজ করার সুযোগ করে দিন ৷ আপনাদের যে কোনও সমস্যায় এদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন ৷ তবে বাবুল সুপ্রিয় এবং পার্নো মিত্র করোনা আক্রান্ত ৷ তাই তাঁদের ফোন করে বিব্রত না করার অনুরোধও করেন তিনি ৷ যদিও কিছুক্ষণ পরে পরিচালক ওই পোস্টটি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন ৷
এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকেই একের পর এক ফোন আসতে শুরু করে তারকা প্রার্থীদের কাছে ৷ ফোনার জ্বালায় অতিষ্ঠ হয়ে ফোন বন্ধ করে দেন ক্ষুব্ধ রাজ চক্রবর্তী ৷ ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তিনি ৷ অন্যদিকে, বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তকে বহুবার ফোন করেও উত্তর মেলেনি । শোনা যাচ্ছে নম্বর পরিবর্তন করছেন তাঁরা ।
Be the first to comment