করোনায় আক্রান্ত হননি অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর নিজেই এ কথা জানিয়েছেন অভিনেতা ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে পর্যন্ত রাজ্যে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন বিজেপি নেতা মিঠুন ৷ তবে ভোট প্রচারের শেষ দিকে রায়গঞ্জে প্রচারে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ৷
তারপরে অবশ্য আর তাঁকে প্রচারে অংশ নিতে দেখা যায়নি৷ তখন অবশ্য শোনা গিয়েছিল, প্রচণ্ড গরমে শরীর জলশূন্য হয়ে পড়ায় অসুস্থ বোধ করেন মিঠুন ৷ এ দিন ফিল্মফেয়ার-এর তরফে ট্যুইট করে মিঠুনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয় ৷ পরে, ফিল্মফেয়ারই ট্যুইট করে ফের জানায়, করোনায় আক্রান্ত হননি বলে নিজেই জানিয়েছেন মিঠুন ৷ অভিনেতা জানিয়েছেন, একটানা প্রচার চালানোর পর বর্তমানে ছুটি কাটাচ্ছেন তিনি ৷
গত ৭ মার্চ বিজেপি-তে যোগ দিয়েছিলেন মিঠুন ৷ এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার প্রচার করেছেন তিনি ৷ রোড শো থেকে জনসভা, বিজেপি-র হয়ে রোজ একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি ৷ শুভেন্দু অধিকারীর হয়ে নন্দীগ্রামে গিয়েও প্রচার করেন তিনি ৷ প্রথমে এমনও শোনা গিয়েছিল, মিঠুন হয়তো নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করবেন ৷ শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি ৷
Be the first to comment