দেশে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। কিছুতেই বাগে আসছে না পরিস্থিতি। তাই গোড়া থেকেই করোনা রুখতে চাইছে কেন্দ্র। সেই কারণে বেছে বেছে কন্টেনমেন্ট জোন করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। নির্দিষ্ট সূচকের ভিত্তিতে বাছতে হবে করোনার গতিবিধি। কী বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তায় ?
দেশজুড়ে লকডাউনের বিকল্প পথে হাঁটতে চাইছে কেন্দ্র। সম্পূর্ণ লকডাউনের পরিবর্তে স্থানীয় পর্যায়ে করোনার ঠেকাতে চাইছে সরকার। এই মর্মে এবার সব রাজ্যকে বার্তা পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।
সোমবারই দেশের করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা বলেছেন, ” কোভিডের চেন ভাঙতে অবিলম্বে ব্যবস্থা নিক রাজ্যগুলি। জেলায় জেলায় সংক্রমণের ভিত্তিতে কন্টেনমেন্ট জোনের পরিকল্পনা করা হোক। তবেই এই মারণ রোগ থেকে দেশবাসীকে রক্ষা করা যাবে।”
Be the first to comment