দেশের ১৫০ জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারে কেন্দ্র

Spread the love

গত ২৪ ঘণ্টায় দেশের ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা সংক্রমণে মৃত্যু কোনও খবর নেই। কিন্তু গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬০,৯৬০ জন। মৃত্যু হয়েছে ৩,২০০ জনের। পরিস্থিতি ক্রমশ এতটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে যে দেশের ১৫০ জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারে কেন্দ্র। এমনটাই বলছে সংবাদমাধ্যমের রিপোর্ট।

মঙ্গলবার এনিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানেই ঠিক হয়েছে, এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করেই। বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও লকডাউন খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*