সাংবাদিক সিদ্দিকী কাপ্পানকে দিল্লির হাসপাতালে ভর্তি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেফতার হওয়া সাংবাদিক সিদ্দিকী কাপ্পান নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের নির্দেশ, এইমস বা দিল্লির কোনও সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে কেরলের ওই সাংবাদিককে ৷ উত্তর প্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে ৷

কেরলের সাংবাদিক সিদ্দিকী কাপ্পান উত্তর প্রদেশের হাথরসে ধর্ষণের ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন ৷ সেই সময় তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা ও সন্ত্রাস-বিরোধী ইউএপিএ আইনে অভিযোগ আনা হয় ৷ তার পর থেকে তিনি মথুরা জেলে ভর্তি ছিলেন ৷

সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন ৷ তাঁকে মথুরা হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু সেখানে তাঁকে হাত-পা বেঁধে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে মামলা হয় ৷ ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে ৷

উল্লেখ্য, হাথরসে ধর্ষণের ঘটনা নিয়ে দেশজুড়ে হইচই হয়েছিল ৷ বিজেপি শাসিত এই রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ আর সেই ঘটনার খবর করতে গিয়েই গ্রেফতার হন কাপ্পান ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*