দিল্লিতে কার্যকর হল জিএনসিটি আইন

Spread the love

কার্যকর হল গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) আইন, ২০২১ বা জিএনসিটি আইন ৷ গতকাল থেকে বিলটি কার্যকরী হয় ৷ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নোটিফিকেশন জারি করে এই খবর জানানো হয়েছে ৷ এই বিল কার্যকর হওয়ার ফলে নির্বাচিত সরকারের হাত থেকে দিল্লির প্রশাসনিক ক্ষমতার একটা বড় অংশ চলে গেল হস্তান্তর হল লেফটেনেন্ট গভর্নরের হাতে ৷ এখন থেকে কোনও সিদ্ধান্ত নিতে গেলে দিল্লির সরকারকে সেখানকার উপরাজ্য়পালের অনুমতি নিতে হবে ৷

গতমাসের ২৫ তারিখ রাজ্য়সভায় ওই বিলটি পাশ হয় ৷ ওই বিল পাশ হওয়ার পর দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, গণতন্ত্রের দুঃখজনক দিন ৷ ওই বিলের বিরুদ্ধে লড়াই চলবে ৷ এবং বাধা এলেও কাজ চলবে বলে জানিয়েছিলেন তিনি ৷ এরপর নোটিফিকেশন দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, গতকাল থেকে ওই আইনটি কার্যকর হয়েছে ৷

ওই নোটিফিকেশনে বলা হয়েছে, “গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) আইন, ২০২১ এ সেকশন ১ এর সাব সেকশন ২ এর অংশটি কার্যকর হচ্ছে ২৭ তারিখ থেকে ৷” ওই নোটিফিকেশনে স্বাক্ষর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সেক্রেটারি গোবিন্দ মোহনের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*