ডেপুটি নির্বাচন কমিশনার ও অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় অভিযোগ দায়ের করলেন খড়দহের মৃত তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। খড়দহের প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভাবেনি তারা।
এই নিয়ে খড়দহ থানায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। সুদীপ জৈন ও অন্যান্য নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অনিচ্ছাকৃত খুন ও ষড়যন্ত্রের ধারায় এফআইআর করার জন্য অভিযোগপত্রে অনুরোধ করেছেন নন্দিতা সিনহা।
তাঁর বক্তব্য,”আমার স্বামী করোনা আক্রান্ত হওয়ার আগে গত ১৬ এপ্রিল ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করার দাবিতে কমিশনে চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আরও একটি চিঠি দিয়েছিল ২০ এপ্রিল। শুধু ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধের নির্দেশ দিয়ে দায়ভার ঝেড়ে ছিল কমিশন। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে অবহেলা করা হয়েছে। ৮ দফাতেই ভোটগ্রহণে অনড় থেকেছে তারা। নির্বাচন কমিশন পদক্ষেপ করলে আমার স্বামী আজ বেঁচে থাকতেন। রাজনৈতিক সভা-সমাবেশে কোভিডবিধি নিশ্চিত করতে পারেনি কমিশন। প্রার্থীর পক্ষে ভিড় নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটা কমিশনের দায়িত্ব।”
Be the first to comment