ডোমকলে সিপিএম কর্মীকে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। গুরুতর আহত আরও দু’জন সিপিএম কর্মী বলে জানা গিয়েছে। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিপিএমের অভিযোগ, নির্বাচনী বিধি ভেঙে ভোটের আগের রাতে গ্রামে সভা করছিলেন তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম। বাধা দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ বাধে। তৃণমূল প্রার্থীর গাড়ি তিন সিপিএম কর্মীকে চাপা দিয়ে চলে যায় বলে অভিযোগ।
গুরুতর আহত আব্দুল কাদিরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে খুনের অভিযোগ ভিত্তিহীন, এমনটাই দাবি তৃণমূল প্রার্থীর।
Be the first to comment