এই মুহূর্তে রাজ্যের ১ লাখ ১০ হাজার ২৪১ জন করোনা আক্রান্ত। সক্রিয় আক্রান্তের এই সংখ্যায় দেখে রীতিমতো আতঙ্কিত বিশেষজ্ঞরা। অবিলম্বে সংক্রমণে রাশ টানতে না পাড়লে আরও পরিস্থিতি আরও নাগালেন বাইরে চলে যাবে মনে করছেন তাঁরা।
দেশের পাশাপাশি দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি। বাংলায় বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার পার করেছে, মৃ্ত্যুতেও নতুন রেকর্ড। ধীরে ধীরে চরম ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে বাংলা, দাবি বিশেষজ্ঞদের। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের। সুস্থতার হারও কমছে লাফিয়ে লাফিয়ে।
এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৪১ জন। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৮৮৫ জন। সুস্থতার হার কমায় উদ্বিগ্ন চিকিৎসকরা।
বিগত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় ৩৯০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। কলকাতার পরেই উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯১২ জন এবং ২১ জন। বিগত ২৪ ঘণ্টায় জেলাগুলিতে করোনা সংক্রমিত হয়েছে যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা ৯৯০ জন, হুগলি ৯৩০ জন, হাওড়া ৯২৭ জন, পশ্চিম বর্ধমান ৮৯২ জন, পূর্ব বর্ধমান ৫৮৫, পূর্ব মেদিনীপুর ৫৪৩ জন, পশ্চিম মেদিনীপুর ২৬১ জন, ঝাড়গ্রাম ৭৪ জন, বাঁকুড়াতে ৪০২ জন, পুরুলিয়াতে ৩৫৪ জন, বীরভূমে ৭৪৬ জন, নদীয়াতে ৭৪৯ জন, মুর্শিদাবাদে ৫৫৩ জন, মালদাতে ৫২৮ জন, দক্ষিণ দিনাজপুর ১৭৪ জন, উত্তর দিনাজপুর ২৯৩ জন, জলপাইগুড়ি ১৫২ জন, কালিম্প ৩৬ জন, দার্জিলিং ১৯১ জন,কোচবিহার ১৫১ জন, আলিপুর ৫৮ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। যা দৈনিক মৃত্যুর নিরিখে এখনও রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, একদিনে দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫০৭। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮৬ হাজার ৮৭৮ জন। মোট মৃতের সংখ্যা ২ লাখঘ ৪ হাজার ৮৩২। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০ লাখ ৮৪ হাজার ৮১৪।
Be the first to comment