আটটির মধ্যে ৬টি এক্সিট পোলই তাঁর পক্ষে মতামত দিয়েছে। দলের সব বিধায়কদের সঙ্গে বৈঠকে আত্মবিশ্বাসী দেখাল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্তিম প্রহরে দলীয় নেতাদের মমতার ভোকাল টনিক- সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আমরাই ফিরছি। ৪৫ মিনিটের বৈঠকে গণনার দিনে কী করণীয়, তা প্রার্থী এবং এজেন্টদের বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রীই।
শেষ মুহূর্তে মমতা কী সাজেশান দিলেন নেতাদের?
পোস্টাল ব্যালট গণনায় সাবধান থাকুন। ভালো করে নজরদারি করবেন। কাউন্টিং নিয়ে সতর্ক থাকতে হবে। অনেক কিছু রটেছে, ভোরবেলা ঢুকে যাবেন আপনারা। কোনও জায়গা ছাড়া যাবে না। সব নজর রাখবেন। আমাদের অনেক আসন আছে যাতে আমাদের জয় নিশ্চিত। সেখানে বিজেপি সমস্যা করতে পারে ৷ ফলে সাবধানে থাকুন। শেষ আসনের শেষ জায়গা অবধি বসে থাকবেন। কোনও ভাবেই বেরিয়ে আসবেন না।
উত্তরবঙ্গে বিশেষ নজর দিন। ওখান থেকে আমাদের আসন অনেক আসবে। বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি বেশ কিছু আসন আছে যেখানে প্রথম দিকে আমরা পিছিয়ে থাকতে পারি। দুঃখ করে বেরিয়ে আসবেন না। ওগুলো আমরা জিতব। শেষ অবধি অপেক্ষা করতে হবে।
ফর্ম ১৭ ভালো করে দেখে তারপর গণনা শুরু করতে দেবেন। খাতা,পেন সাথে নিয়ে যাবেন। কাউন্টিং সেন্টারে কোনও ভাবেই অন্যের দেওয়া খাবার, সিগারেট নেবেন না। সরাসরি যোগাযোগের জন্যে দুটি হেল্প লাইন নাম্বার দেওয়া হয়েছে। সেখানে যোগাযোগ করবেন। প্রলোভনে পা দেবেন না। মেশিন ছেড়ে যাবেন না।
Be the first to comment