রোজদিন-এর বুথ ফেরত সমীক্ষা

Spread the love

একদিন বাদেই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। ভোটদাতা থেকে প্রার্থী, ভোটপর্বের সঙ্গে যুক্ত সকল মানুষের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। আমরা আগেও বলেছি, এবারের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি, এমনই উঠে এসেছে আমাদের সমীক্ষায়।

একথা ঠিক ২০১৬ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ২০২১-এ বিজেপির আসন ৩ থেকে ১০০-র উপরে গেলেও, সেটা বিশাল অ্যাডভান্টেজ। কিন্তু বিজেপি শীর্ষ নেতারা তা মানতে নারাজ। বাংলাকে পাখির চোখ করে ২০০-র বেশি আসন পেতে সংকল্পবদ্ধ তারা। এটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ আমরা পেয়েছি গত দু-তিন মাসে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, অপর এক মন্ত্রী স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ একের পর শীর্ষনেতত্ব বারবার এসেছেন বাংলায়।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না। অতএব যুধুধান দুই পক্ষের লড়াইয়ের ফলাফল জানা যাবে আগামী ২ মে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ-এর সংযুক্ত মোর্চা কতটা দাগ কাটতে পারবে, সেটা দেখার। তবে রোজদিন এর আগেও বলেছে, এবারও বলছে, এবারের বিধানসভা নির্বাচনে মসনদে বসবে বিজেপি। নীলবাড়ি দখলের লড়াইয়ে অল্প হলেও এগিয়ে তারা।

রোজদিন.ইন-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৬০টি আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২০ থেকে ১৩০টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ১৯টি আসন এবং অন্যান্য পেতে পারে ৩টি আসন।

উল্লেখ্য ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনে ভোট হয়েছে। জঙ্গিপুর ও সামশেরগঞ্জে দুই প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে যায়। এই দুটি কেন্দ্রে ভোট হবে ১৬মে।

এবার অন্যান্য বুথফেরত সমীক্ষাগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো

সি- ভোটারের বুথ ফেরত সমীক্ষা-

তৃণমূল কংগ্রেস পেতে পারে- ১৫২ থেকে ১৬৪ আসন, বিজেপি পেতে পারে-১০৯ থেকে ১২১ আসন, বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফের জোট তথা সংযুক্ত মোর্চা পেতে পারে-১৪ থেকে ২৫ আসন।

ETG Research-এর বুথ ফেরত সমীক্ষা-

তৃণমূল- ১৬৯, বিজেপি-১১০, বাম+কংগ্রেস+ISF (সংযুক্ত মোর্চা)-১৩, অন্যান্য ১।

চাণক্য-র বুথ ফেরত সমীক্ষা-

তৃণমূল-১৮০, বিজেপি-১০৮, সংযুক্ত মোর্চা-৪।

CNX-এর বুথ ফেরত সমীক্ষা-

তৃণমূল-১২৮ থেকে ১৩৮, বিজেপি-১৩৮ থেকে ১৪৮, সংযুক্ত মোর্চা-১১ থেকে ২১।

JAN KI BAT-এর সমীক্ষা-

তৃণমূল-১০৪ থেকে ১২১, বিজেপি ১৬২ থেকে ১৮৫, সংযুক্ত মোর্চা-৩ থেকে ৯।

POLSTRAT-এর সমীক্ষা-

তৃণমূল-১৪২ থেকে ১৫২, বিজেপি ১২৫ থেকে ১৩৫, সংযুক্ত মোর্চা-১৬ থেকে ২৬।

PEOPLES PULSE-এর সমীক্ষা-

তৃণমূল-৬৪ থেকে ৮৮, বিজেপি-১৭৩ থেকে ১৯২, সংযুক্ত মোর্চা-৭ থেকে ১২।

গ্রাউন্ড জিরো রিসার্চ-

তৃণমূল-১৫৭ থেকে ১৮৫, বিজেপি ৯৬ থেকে ১২৫, সংযুক্ত মোর্চা-৮ থেকে ১৬।

P-MARQ-এর সমীক্ষা-

তৃণমূল-১৫২ থেকে ১৭২, বিজেপি-১১২ থেকে ১৩২, সংযুক্ত মোর্চা-১০ থেকে ২০।

Axis MY INDIA-র সমীক্ষা-

তৃণমূল-১৩০ থেকে ১৫৬, বিজেপি-১৩৪ থেকে ১৬০, সংযুক্ত মোর্চা-০ থেকে ২।

IPSOS-র সমীক্ষা-

তৃণমূল-১৫৮, বিজেপি-১১৫, সংযুক্ত মোর্চা-১৯।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*