উত্তীর্ণ স্টেডিয়ামে হচ্ছে অক্সিজেন পার্লার

Spread the love

করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় তরঙ্গে মৃত্যুর বন্যা শুরু হয়েছে। তার সঙ্গে অক্সিজেনের আকাল তৈরি হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বহু রোগী হাসপাতালে ভর্তি করতে পারছে না। হাসপাতাল গুলিতে তিল ধারণের জায়গা নেই। অনেক ক্ষেত্রেই করোনায় আক্রান্তদের বাড়িতে রাখতে পারছেন না পরিবারের সদস্যরা। তার কারণ মিলছেনা অক্সিজেন পরিষেবা। অক্সিজেনের জন্য রোগীরা হাসপাতালে গেলে মিলছেনা বেড। ফলে সমস্যা আরও সংকটজনক হয়ে উঠেছে। এই পরিস্থিতি সামাল দিতেই অক্সিজেন পার্লাল চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

উত্তীর্ণ স্টেডিয়ামে ইতিমধ্যেই সেফহোম শুরু করা হয়েছে। এবার সেই উক্তীর্ণ স্টেডিয়ামেই অক্সিজেন পার্লার চালু করা হবে। যেসব করোনা আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন তারা এই অক্সিজেন পার্লারে এসে অক্সিজেন নিতে পারবেন। রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন উত্তীর্ণ স্টেডিয়াময়ের একাংশে তৈরি করা হবে এই অক্সিজেন পার্লার। বেশ কয়েকটি বেড থাকবে। রাখা থাকবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা। নার্স ও জুনিয়র ডাক্তারা থাকবেন যারা রোগীদের অক্সিজেন দেবে। আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট কেটে গিয়ে যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ অক্সিজেন পরিষেবা দেওয়া হবে ৷

আজ রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম উক্তীর্ণ স্টেডিয়ামে পরিদর্শনে যাবেন। স্টেডিয়ামের কোন অংশে এই অক্সিজেন পার্লার তৈরি করা হবে তা দেখবেন তিনি। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। যত দ্রুত সম্ভব এই অক্সিজেন পার্লার তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*