করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। একদিনে করোনা বাংলায় মৃত্যুর সংখ্যা ১০০ পার করল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসে মৃত্যু হয়েছে ১০৩ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় যা রেকর্ড। একদিনে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন। একদিনে বাংলায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৭৪ জন। রাজ্যে সুস্থতার হার ৮৪.৮৬ শতাংশ।
রাজ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৫ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।
স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৫ হাজার ৮৭৮। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৭ হাজার ৭৭২। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৪৪৭। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৫৯। করোনা রুখতে রাজ্যে ইতিমধ্যেই আংশিক লকডাউন জারি করা হয়েছে।
এদিকে, দৈনিক সংক্রমণের ভয়াবহ রেকর্ড। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। বিশ্বের কোনও দেশে দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি।শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের।
করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। এদিকে দেশে করোনা প্রাণ কেড়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।
Be the first to comment