রাত পোহালেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব শুরু হবে। নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলির ভাগ্য। এবারেও ২০১৯-এর পদ্ধতিতেই গণনা করা হবে। সবকটি টেবিলে গণনা হয়ে যাওয়ার পরই একসঙ্গে সেগুলি আসবে রিটার্নিং অফিসারের টেবিলে। এরপর রিটার্নিং অফিসার সবকটি টেবিলের কম্পাইলেশন করবেন। তারপরে পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন। এরপর তাতে সিলমোহর পড়বে। তারপর তৈরি হবে ডেটা শিট। সেই ডেটা শিটটিকে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।
ওয়েবসাইটে ডেটা শিটটিকে আপলোড করার সুবিধা হল যে সাধারণ মানুষও সেই ওয়েবসাইটটি খুলে ফলাফল দেখে নিতে পারবেন। তবে অন্যান্য বারের চেয়ে এবার গণনা সম্পন্ন হতে ও চূড়ান্ত ফল প্রকাশে বেশ কিছুটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে কারণ এবার পরিস্থিতি অন্যান্য বারের চেয়ে একেবারেই আলাদা আর টেবিলের সংখ্যাও অনেক বেশি ৷ পাশাপাশি চলবে স্যানিটাইজেশনের কাজ তাই অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও এবার পোস্টাল ব্যালটের সংখ্যা ও অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি। কারণ সংক্রমণ যাতে না ছড়ায় তাই ৮০ বছর ঊর্ধ্ব ও বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছিল কমিশন। গণনার ক্ষেত্রে যাতে কোথাও কোনও রকম ত্রুটি না থাকে এবং যাতে কোভিড প্রটোকল অক্ষরে অক্ষরে মানা হয় সেই বিষয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তাই তাঁরা কোনওরকম ঝুঁকি নিতে একেবারেই নারাজ। অন্যদিকে গণনার জন্য ২৯২ জন পর্যবেক্ষককে নিয়োগ করেছে।
Be the first to comment