অসম নির্বাচন আপডেটঃ শুরুতেই ২৪টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ১৪টি আসনে

Spread the love

করোনাকালের মধ্যেই বাংলার পাশাপাশি ভোট হয়েছে প্রতিবেশী রাজ্য অসমে। ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে ৩৩টি আসনে এগিয়ে বিজেপি জোট। ১৫টি আসনে এগিয়ে কংগ্রেস জোট। এবং অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে। অধিকাংশ বুথফেরত সমীক্ষা অনুযায়ী অসমে এবারও ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি জোট।
তবে কয়েকটি বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি-জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ভালোমতো লড়াই দেবে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এককভাবে ৬০টি আসন জিতেছিল বিজেপি। যা ১২৬ আসন-বিশিষ্ট বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার থেকে চার কম। অসম গণ পরিষদ (১৪) এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের (১২) সঙ্গে হাত মিলিয়ে অনায়াসে ম্যাজিক ফিগার পার করেছিল বিজেপি জোট।
রাজ্যের ১২৬ আসনে ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফার ভোট হয় ২৭ মে। ওই দফায় ৪৭ আসনে ভোট হয়। দ্বিতীয় দফায় ১ এপ্রিল ৩৯ আসনে ভোট নেওয়া হয়। শেষ তথা তৃতীয় দফায় গত ৬ এপ্রিল ৪০ আসনে ভোটগ্রহণ হয়েছিল। পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলির মতোই অসমে ভোট গণনা আগামী ২ মে। কিন্তু তার আগে বেশিরভাগ বুথ ফেরৎ সমীক্ষাই এগিয়ে রাখছে বিজেপিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*