বিধানসভার ফলাফল ঘোষণার পর কোনও বিজয়মিছিল বা বিজয় সমাবেশ করা যাবে না। গোটা দেশে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যাবৃদ্ধির জেরে এমনই নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু, ২ মে, রবিবার পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গণনা যত এগিয়েছে, ততই জয়ের আশায় রাস্তায় নামতে দেখা গিয়েছে বিভিন্ন দলের কর্মী, সমর্থকদের।
বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়ের ছবি যত স্পষ্ট হয়েছে, তত কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন সমর্থকরা। COVID পরিস্থিতিতে কলকাতা শহরে বিশেষ সতর্কতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। তবে রাস্তাতেই ঢাকঢোল বাজিয়ে উৎসব করেন সমর্থকরা। একইভাবে DMK-র জয়ের আভাসে চেন্নাইয়ে উল্লাস শুরু সমর্থকদের। আর এতেই চটেছে নির্বাচন কমিশন।
টুইটে রাজ্যগুলিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এক টুইটে EC মুখপাত্র শেফালি সরন জানিয়েছেন, ‘বিজয় উল্লাসের খবরকে গুরুত্ব দিয়ে দেখছে ECI। ৫ রাজ্যের মুখ্যসচিবকে FIR করতে নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার থানার SHO-দের দ্রুত সাসপেন্ডের নির্দেশও দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতেও নিয়মিত জনসভা করেছেন রাজনৈতিক নেতারা। হাজার হাজার মানুষের জমায়েতে হাতেগোনা কয়েক জনকেই মুখে মাস্ক পরতে দেখা গিয়েছিল। গত এক মাস ধরে ৮ দফায় ভোটগ্রহণ চলেছে বাংলায়। দেশে লাগামহীন সংক্রমণের সময়ে নির্বাচনী সভা নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ হয় বিভিন্ন মহল। এমনকী কমিশনকে তুলোধনা ও হুঁশিয়ারি দেয় মাদ্রাজ হাইকোর্ট। তীব্র ভর্ৎসনার মুখে বিজয়মিছিল ও সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে কমিশন।
এরপর গত ২৭ এপ্রিল কমিশন জানিয়ে দেয়, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা এবং তার পরেও কোনও বিজয় সমাবেশ করা যাবে না।
Be the first to comment