সিপিএম-কংগ্রেসের ভোট পুরোটাই তৃণমূলে চলে গিয়েছে, আত্মসমীক্ষার প্রয়োজন আছেঃ দিলীপ ঘোষ

Spread the love

মাত্র ২৪ ঘণ্টা আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যবাসীকে নতুন বছরে নতুন সরকারের তরফে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। রবিবার বেলা বাড়তেই সে সুরে আত্মোপলব্ধির ছোঁয়া। একের পর এক কেন্দ্রে যখন বিজেপি পিছিয়ে পড়ছে, দিলীপ ঘোষকে বলতে শোনা গেল, “আত্মসমীক্ষার প্রয়োজন আছে।”

এদিন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। বেলা যত এগিয়েছে ক্রমেই কোণ ঠাসা হতে শুরু করেছে গেরুয়া শিবির। দলের কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে ২০০ আসনের চ্যালেঞ্জ ছুঁড়ে গিয়েছিলেন, সেখানে ১০০ তো দূরের কথা, ৯০-এর কোঠাও ছুঁতে পারেনি।

কিন্তু রবিবার বিজেপির ফলের ট্রেন্ড থেকে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন দলের রাজ্য সভাপতি। সুরও অনেকটাই নরম। বললেন, “আত্মসমীক্ষার প্রয়োজন আছে। সিপিএম-কংগ্রেসের ভোট পুরোটাই তৃণমূলে চলে গিয়েছে। কংগ্রেস নিজের পায়ে কুড়ুল মেরে তৃণমূলকে জিতিয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*