বাংলার মেয়েকে অপমানের জবাব দিল মানুষঃ অনুব্রত মণ্ডল

Spread the love

গণনা তখনও মাঝপথে ৷ যদিও ততক্ষণে বোঝা হয়ে গিয়েছে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস ৷ তখন সরকারিভাবে ঘোষণা না হলেও বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল বললেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ৷ বাংলার মুখ্যমন্ত্রীকে অপমানের জবাব দিল মানুষ ৷

রবিবার ভোট গণনার দিন বেলা গড়াতেই ছবিটা স্পষ্ট হয়ে যায় ৷ বেলা বাড়তেই দিকে দিকে সবুজ আবির নিয়ে জয়ের আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা ৷ বীরভূমের বিভিন্ন জায়গায় দেখা যায় এই ছবি ৷ অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে উচ্ছ্বাস দেখা যায় কর্মী-সমর্থকদের । সবুজ আবির খেলায় মাতেন সকলে । কার্যালয় থেকে বেরিয়ে ভিকট্রি সাইন দেখান অনুব্রত। নির্বাচনের আগে থেকে অনুব্রত মুখে বারবার শোনা গিয়েছে খেলা হবে ৷ এদিনও তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কোচ । তাঁর ১৫ সদস্যের দলে আমিও ছিলাম তিনি আমাদের খেলতে নামিয়েছিলেন । খেলা হয়ে গেল । মাঠে ঘামে ভিজে গিয়েছি বলে জার্সি বদল করব এমনটা নয় ৷”

তিনি বলেন, “বাংলার মহিলাকে অপমানের জবাব দিয়েছে মানুষ ৷ একজন প্রধানমন্ত্রী দিদিকে কুকথা বলছেন ৷ অভিষেক ওর নাতির বয়সি ৷ ওকেও খারাপ কথা বলেছেন ৷ এসব বলার আগে লজ্জা করা উচিত ৷ বাংলার মানুষ এর জবাব দিয়েছে ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*