সোমবার সন্ধ্যায় রাজভবনে রাজপালের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে রাজ্য পুলিশের DG পি নীরজনয়ন-কে তলব করলেন জগদীপ ধনকড়। এই কথা নিজেই টুইট করে জানিয়েছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, ‘রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের DGP-কে ডেকে পাঠিয়েছি।’
রাজ্য-রাজপাল সংঘাত নতুন নয়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এরআগে একাধিকবার রাজ্যের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন রাজ্যপাল। একাধিকবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরবও হয়েছেন তিনি। অন্যদিকে, রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন রাজ্য শাসক দলের একাংশ। কিন্তু, বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাও জানিয়েছিলেন রাজ্যপাল। যদিও পরের দিনই রাজ্য পুলিশের DG-কে রাজ্যপালের এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে, জেলা জেলায় ভোট পরবর্তী হিংসা হচ্ছে, এমনই দাবি তুলছে গেরুয়া শিবির।
অন্যদিকে, রাজ্যপালের এই পদক্ষেপ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘DG-কে ডাকতেই পারে। ওরা নিয়োগ করেছে, ডেকেছে ভালো করেছে।’
Be the first to comment