রিটার্নিং অফিসার প্রাণনাশের হুমকি পেয়েছেন, পাল্টানো হয়েছে ইভিএমও; নন্দীগ্রামকাণ্ডে এবার চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

নন্দীগ্রামের ফল নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে সাংবাদিক বৈঠকে রিটার্নিং অফিসারের মেসেজ তুলে ধরে মমতা দাবি করেছেন, ‘এত বড় মাফিয়াগিরি দেখিনি। রাত ১১টা নাগাদ একটা এসএমএস পেয়েছি একজনের থেকে। রিটার্নিং অফিসার বলছেন,পুনর্গণনার নির্দেশ দিলে তাঁর প্রাণসংশয় হতে পারে।’

উল্লেখ্য, নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, তা কমিশন খারিজ করে দিয়েছে। এই প্রসঙ্গে মমতার চাঞ্চল্যকর অভিযোগ, ‘ঘোষণা করে দিল প্রথমে, রাজ্যপাল ফোন করলেন, তারপর সব উলটে গেল! লোডশেডিং করে রেখেছিল, মেশিন পালটে দিয়েছিল, আরও অনেক কিছু করেছে। এতবড় মাফিয়াগিরি দেখিনি। কমিশন কেন পুনর্গণনা করল না? আমরা বিচার চাই। আদালতে তো যাবই।’ মমতা আরও বলেন, ‘নন্দীগ্রামে কীরকম ভোট হয়েছে, সবাই দেখেছেন। ‘

পাশাপাশি কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মমতা বলেছেন, ‘বিধায়কদের সঙ্গে বৈঠক করব। বিকেল ৪টেয় বৈঠক হবে। শপথগ্রহণ, মন্ত্রীসভা নিয়ে আলোচনা হবে। শপথগ্রহণ অনুষ্ঠান এখনই বড় করে করা হবে না। পরে ব্রিগেডে করা হবে। মানুষের পাশে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করাই আমাদের প্রধান লক্ষ্য’।

মমতা আরও বলেন, “বাংলা শান্তিপ্রিয় জায়গা। নির্বাচন হয়েছে, তাতে হার-জিত থাকে। আবহাওয়া কখনও ঠান্ডা-গরম হয়েছে। বিজেপি, কেন্দ্রীয় বাহিনী অনেক অত্যাচার করেছে। তা সত্ত্বেও আমি সবাইকে বলব শান্ত থাকতে। কেউ যেন কোনও হিংসাত্মক কার্যকলাপে না জড়াই। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কোভিডের মোকাবিলা করা। কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে পুলিশকে জানান। আইনশৃঙ্খলা কিন্তু এখনও আমার হাতে নেই যতক্ষণ না শপথ নিচ্ছি।”

যদিও পালটা তাঁর দাবি, “বিজেপি এটা নিয়ে বাড়াবাড়িও করছে। আজও আমাদের এক কর্মীর মৃত্যু হয়েছে। এত ভাল জয় হওয়ার পরও বিজেপির অত্যাচারের স্বভাব যায়নি। কোচবিহারে এখনও অত্যাচার করছে। কোচবিচারের পুলিশ সুপারের ইন্ধনেই নির্বাচন হয়েছে। সেটা সবারই মনে থাকার কথা। এরপরেই মমতা বলেন, আমি সবাইকে শুধু বলব রাজধর্ম পালন করুন।”

অন্যদিকে, এদিন সাংবাদিকদেরও কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*