করোনা পরিস্থিতিতে সেলফ আইসোলেশনে আছেন। ফলে স্বশরীরে এসে হাজিরা দেওয়া সম্ভব নয়। সিবিআইকে ইমেল করে জানালেন বিনয় মিশ্রের আইনজীবী। পাল্টা সিবিআইয়ের তরফে মেল করে জানানো হয়, যেহেতু হাইকোর্ট থেকে বলা হয়েছে স্বশরীরে উপস্থিত হতে হবে। ফলে তার এই আবেদন ফেরালো সিবিআই।
রাজ্যে কয়লা ও গরুপাচার কাণ্ডে হাইকোর্টের আদেশ অনুযায়ী, আজ সিবিআই দফতরে আসতে হবে পলাতক বিনয় মিশ্রকে। ফলে সকাল থেকে সিবিআইয়ের গোয়েন্দারা অপেক্ষায় ছিলেন। কিন্তু বেলা গড়িয়ে গেলেও বিনয় মিশ্র সিবিআই দফতরে আসেননি।
সিবিআই সূত্রের খবর, এদিন দুপুরে বিনয় মিশ্রের আইনজীবীর তরফে একটি মেল আসে। সেই মেলের মাধ্যমে সিবিআইকে বিনয় মিশ্রের তরফে জানানো হয় করোনাকালে তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতে আছেন। ফলে তাঁর পক্ষে সিবিআই দফতরে এসে হাজিরা দেওয়া সম্ভব নয়। ফলে ভিডিওগ্রাফির মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক।
কিন্তু সিবিআইয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, যেহেতু কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে বিনয় মিশ্রকে স্বশরীরে হাজিরা দিতে হবে ৷ ফলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব, বিনয় মিশ্রকে নিজাম প্যালেসে আসার কথা বলা হয়েছে ।
Be the first to comment