ফলাফল পরিষ্কার হওয়ার পর পরই রবিবার রাতেই ট্যুইট করে বাংলা জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ যদিও প্রধানমন্ত্রীর এই ট্যুইটকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরং তিনি প্রধানমন্ত্রীর সৌজন্যবোধ নিয়েই কার্যত প্রশ্ন তুলে বললেন, ‘এই প্রথম দেখলাম প্রধানমন্ত্রী ফোন করলেন না ৷’
রবিবার ট্যুইট বার্তায় মমতাকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী ৷ প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা নিয়ে এ দিন প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ট্যুইটে করাটা কোনও বড় বিষয় নয়। এই প্রথম দেখলাম একজন প্রধানমন্ত্রী ফোন করলেন না ৷ হতেই পারে তিনি জাতীয় স্বার্থে আরও বড় কোনও সমস্যা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন ৷ সেটা নিয়ে আমরা কিছু বলছি না ৷’
তবে প্রধানমন্ত্রীর থেকে ফোন না পেলেও দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সূত্রের খবর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও ফোনে কথা হয়েছে মমতার ৷ মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন, করোনা সমস্যা মিটলে ব্রিগেড ময়দানে বিজয় সমাবেশ করবে তৃণমূল ৷ সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে কারণ মমতার বিজেপিকে রুখে দেওয়ায় ফের একবার গোটা দেশে তাঁকে কেন্দ্র করে বিরোধী শক্তির একজোট হওয়ার জোরালো হাওয়া তৈরি হয়েছে ৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনই এসব নিয়ে ভাবতে নারাজ ৷ তাঁর প্রথম অগ্রাধিকার যে কোনও ভাবে করোনা পরিস্থিতিকে সামাল দেওয়া ৷
Be the first to comment