গার্ডেনরিচ জল প্রকল্পে চলবে মেরামতির কাজ, ৬ মে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। ৭ তারিখ থেকে স্বাভাবিকভাবেই জল পাবেন শহরবাসী। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৬ মে গার্ডেনরিচ জল প্রকল্পে পাইপ লাইন মেরামতি, ভালব বদল সহ একাধিক কাজ চলবে।
বেশ কিছুদিন ধরে গার্ডেনরিচ পাম্পিং স্টেশন থেকে পরিস্রুত পানীয় জল সরবরাহকারী হায়ার ডায়ামিটার পাইপ লাইনের লিকেজ দেখা দিয়েছে। পাশাপাশি সরবরাহকারী লাইনের সঙ্গে যুক্ত পাম্প মেশিন ও বুস্টার পাম্পিং স্টেশনের বেশকিছু পাম্পেরও মেরামতের প্রয়োজন দেখা দেওয়ার কারণে এই মেরামতি কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এদিন কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গল্ফগ্রীন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী,গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী- এই ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনগুলি থেকেও জল সরবরাহ বন্ধ থাকবে।
একটি নোটিশ জারি করে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে,৬ মে সকাল ১০ টার পর পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে না এই এলাকাগুলিতে- দক্ষিণ কলকাতা, গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, মহেশতলা, বজবজ, ৮, ৯, ১২ এবং ১৬ নম্বর বরোর কিছু অংশ। এছাড়াও ১০, ১১, ১৩, ১৪, ১৫ নম্বর বরোজুড়ে বন্ধ থাকবে জল সরবরাহ ব্যবস্থা।
কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের এক আধিকারিকের কথায়, ৬ মে শুধুমাত্র সকাল ১০টার সময় জল পাবেন এই এলাকার বাসিন্দারা। কিন্তু গার্ডেনরিচ জল প্রকল্পে মেরামতির কাজ চলার দরুন এদিন দুপুর এবং বিকেলে পানীয় জল সরবরাহ করা হবে না। ৭ তারিখ থেকে পানীয় জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক হবে।
Be the first to comment