রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে মমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক ধনখড়ের

Spread the love

সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগে থেকেই ঠিক ছিল সোমবার সন্ধে সাতটায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন তিনি ৷ আর সেই মতো রাজভবনে পৌঁছন মমতা ৷ এ দিনই তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়েছে, আগামী ৫ মে শপথ নেবেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তবে সেই অনুষ্ঠান হবে অত্যন্ত ছোট ভাবে ৷ মুখ্যমন্ত্রী হিসেবে দ্রুত শপথ নিয়ে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার উপরে জোর দেওয়াই এখন মমতা বন্দ্যোপাধ‍্যায়ের প্রথম লক্ষ্য।

https://twitter.com/jdhankhar1/status/1389231826657366020
https://twitter.com/jdhankhar1/status/1389227881826381827
https://twitter.com/jdhankhar1/status/1389226966142787587

তবে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগেই রাজভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সি নির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্য়পাল জগদীপ ধনখড়ের কাছে জমা দিয়ে আসেন ৷ রাজ ভবনে গিয়ে এ দিন নিয়ম মেনে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন৷ একই সঙ্গে নতুন সরকার গঠন এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দাবিও জানান মমতা ৷ পাশাপাশি কোথায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে, কত জনকে আমন্ত্রিত করা হবে, সেসব নিয়েও আলোচনা হতে পারে বলে খবর ৷

এ ছাড়াও ভোটের ফল বেরনোর পর থেকেই রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর আসছে ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সেই প্রসঙ্গও তুলতে পারেন রাজ্য়পাল ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সোমবারই রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। আলোচনার পর নিজেই টুইট করে জানিয়েছেন সেকথা।

https://twitter.com/jdhankhar1/status/1389191975002251264?s=08

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*