সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগে থেকেই ঠিক ছিল সোমবার সন্ধে সাতটায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন তিনি ৷ আর সেই মতো রাজভবনে পৌঁছন মমতা ৷ এ দিনই তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে ঠিক হয়েছে, আগামী ৫ মে শপথ নেবেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তবে সেই অনুষ্ঠান হবে অত্যন্ত ছোট ভাবে ৷ মুখ্যমন্ত্রী হিসেবে দ্রুত শপথ নিয়ে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার উপরে জোর দেওয়াই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম লক্ষ্য।
তবে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগেই রাজভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সি নির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্য়পাল জগদীপ ধনখড়ের কাছে জমা দিয়ে আসেন ৷ রাজ ভবনে গিয়ে এ দিন নিয়ম মেনে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন৷ একই সঙ্গে নতুন সরকার গঠন এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দাবিও জানান মমতা ৷ পাশাপাশি কোথায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে, কত জনকে আমন্ত্রিত করা হবে, সেসব নিয়েও আলোচনা হতে পারে বলে খবর ৷
এ ছাড়াও ভোটের ফল বেরনোর পর থেকেই রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর আসছে ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সেই প্রসঙ্গও তুলতে পারেন রাজ্য়পাল ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সোমবারই রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। আলোচনার পর নিজেই টুইট করে জানিয়েছেন সেকথা।
Be the first to comment