রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরকারকে পদক্ষেপ করার কথা বলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পাশাপাশি ফের এই নিয়ে টুইটও করলেন তিনি ৷ কড়া ভাষায় জানিয়ে দিলেন আইনশৃঙ্খলার অবনতি উপেক্ষা করা হবে না, মেনেও নেওয়া হবে না ৷
আজ টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে জানানো সত্ত্বেও ভোট পরবর্তী প্রতিশোধমূলক হৃদয় বিদারক যে হিংসার খবর আসছে, তাতে উদ্বিগ্ন ৷ এ ধরনের অনর্থক হিংসা গণতন্ত্রের লজ্জা ৷ আইনশৃঙ্খলা এ ভাবে ভেঙে পড়ার ঘটনা উপেক্ষা করা হবে না, মেনেও নেওয়া হবে না ৷”
বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রাজ্যপালের সামনে দাঁড়িয়ে মমতা বলেন, “আমি এখন শপথ নিলাম ৷ এর আগে আপনারা জানেন নির্বাচন কমিশনের অধীনে ৩ মাস পুলিশ কাজ করেছে ৷ সুতরাং কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ বিশেষ করে কোনও কোনও রাজনৈতিক যেখানে জিতেছে সেখানে অত্য়াচার বেশি করছে ৷ সেখানে আমরা দেখে নেব কেউ যেন এখান থেকে রেহাই না পায় ৷ এবং আজকেই গিয়ে আমি নতুন পরিকাঠামো তৈরি করব কারণ এই তিনমাস পরিকাঠামো আমার ছিল না ৷ আমি আবেদন করব, কেউ যেন কারও প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করেন ৷ “
Be the first to comment