মৃত বৃদ্ধা শোভারানি মণ্ডলের বাড়িতে গেলেন জে পি নাড্ডা

Spread the love

রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যহত৷ জগদ্দলে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে বিজেপির বুথ কর্মীর মা শোভারানী মণ্ডলের ৷ বুধবার সমবেদনা জানাতে তাঁর বাড়িতে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ সেখানে গিয়ে জেপি নাড্ডা বলেন, “রাজ্যে যে গুণ্ডাগিরি চলছে, প্রজাতান্ত্রিক উপায়ে আমরা তা বন্ধ করব। আপনারা চিন্তা করবেন না।”

(দেখুন ভিডিও!)

https://www.facebook.com/BJP4Bengal/videos/1439325123095451/

মঙ্গলবার রাজ্যে দুদিনের সফরে এসেছেন জে পি নাড্ডা। শহরে পা রেখেই কাঁকুড়গাছি ও সোনারপুরে আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে গিয়েছেন তিনি৷ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে, শুধু নিজের দলের নয়। তিনি এও বলেছেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর যে ঘটনার সাক্ষী থাকলাম, তাতে আমরা হতবাক, আমরা চিন্তিত। দেশভাগের সময় এরকম ঘটনার কথা শুনেছিলাম। ভোটের পর স্বাধীন ভারতে আমরা কখনও এরকম ঘটনা দেখিনি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা মতাদর্শগত লড়াই এবং তৃণমূল কংগ্রেসের কাজকর্মের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করতে প্রস্তুত।’

রবিবার ভোটের ফল বেরোনোর পর থেকে বিজেপি-র তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, রাজ্যে একাধিক জায়গায় তাঁদের দলের কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে। বেশ কয়েকজনকে খুন করা হয়েছে বলেও অভিযোগ করে গেরুয়া শিবির। সোমবারই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল বিজেপির প্রতিনিধি দল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাঁদের ৬ জন কর্মীকে খুন করা হয়েছে।  এরপরই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার রাজভবনে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এইদিনই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি করছে বিজেপি। সূত্রের খবর, এই ধরনা কর্মসূচিতে অংশ নেন নাড্ডাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*