বিধানসভা নির্বাচন মিটতেই এ বার রাজ্যসভার শূন্য আসন নিয়ে চর্চা শুরু হয়ে গেল তৃণমূলে। এই মুহূর্তে শূন্য একটি এবং আরও একটি শূন্য হওয়ার সম্ভাবনায় শাসক দলের আলোচনায় উঠেছে ভোট-কুশলী প্রশান্ত কিশোর এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্হার নাম।
সূত্রের খবর, এই দু’টি নাম এলেও তাতে ‘সিলমোহর’ পড়েনি। সরকার গঠনের কাজ শেষ হওয়ার পরে তৃণমূলের সামনে এখন বকেয়া রয়েছে রাজ্যের পুরভোট। তবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপরে। কারণ, দেশের সঙ্গে এই মুহূর্তে রাজ্যেও সংক্রমণের আশঙ্কা উদ্বেগে রেখেছে প্রশাসনের শীর্ষ নেতৃত্বকে।
Be the first to comment