দেশজুড়ে কোভিডের দ্বিতীয় ওয়েভের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে ভারতীয় সেনাও। চারিদিকে যখন বেডের জন্য হাহাকার, তখন ২৫০ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক কোভিড হাসপাতাল গড়ল ভারতীয় সেনা।
শ্রীনগরের রংরেথ এলাকায় সেনা শিবিরের ভিতরে এই হাসপাতালটি তৈরি করা হয়েছে। আইসিইউ ও এইচডিইউ ব্যবস্থাসম্পন্ন ৩৫ জন প্যারামেডিকেল স্টাফ রয়েছে হাসপাতালটিতে। এছাড়া ২০টি উন্নতমানের ভেন্টিলেটর, অক্সিজেন কন্সেন্ট্রেটর রয়েছে হাসপাতালটিতে।
সেনার ব্রিগেডিয়ার সুমেশ শেঠ জানান, ‘কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কাশ্মীরবাসী তথা দেশবাসীর পাশে আছি। আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা করব। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আইসিইউ বেড, এইচডিইউ, এক্স রে ও ল্যাবরেটরি সম্পন্ন এই হাসপাতাল গড়ে তোলা সম্ভব হয়েছে। হাসপাতালে ভর্তি হতে কোনো জটিল উপায় রাখা হয়নি।’ পরবর্তীতে এখানে একটি অক্সিজেন প্ল্যান্টও গড়ে তোলা হবে বলে জানান তিনি।
Be the first to comment