তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন স্ট্যালিন

Spread the love

তামিলনাড়ু নির্বাচনে বিপুল ভোটে জয়ী DMK। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন DMK প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন। এদিন সকালে চেন্নাইয়ের রাজভবনে ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সামনে শপথবাক্য পাঠ করেন স্ট্যালিন। এই নিয়ে ষষ্ঠবার সরকার গঠন করছে DMK।

এদিন সকালে সাদা শার্ট এবং ধুতি পরিহিত স্ট্যালিনকে রাজ ভবনে ঢুকতে দেখা যায়। মুখে ছিল পরিচিত হাসি। তামিল ভাষায় শপথ বাক্য পাঠ করেন বর্ষীয়ান নেতা। এছাড়াও ৩৩ জন মন্ত্রী আজ শপথ বাক্য পাঠ করেছেন। গোটা অনুষ্ঠানটির পৌরহিত্য করেন সে রাজ্যের রাজ্যপাল। জানা গিয়েছে, তামিলনাড়ুর জল সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এস দুরাইমুরুগান। পুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে এন নেহেরু। উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে শপথ নেন কে পনমুদি। কৃষি মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখা গিয়েছে এম আর কে পন্নিরসেলভামকে।

স্ট্যালিনের ক্যাবিনেটে ১৫টি নতুন মুখের দেখা মিলবে এ বছর। পি গীতা জীবন এবং এন কায়ালভিজি সেলভারাজের মতো দুই মহিলা রাজনীতিক রয়েছেন ক্যাবিনেটে। প্রসঙ্গত, জয়ললিতা ও করুণানিধিহীন এ বারের তামিলনাড়ু ভোটের দিকে নজর ছিল সবপক্ষেরই। এক দশক ধরে সেখানে ক্ষমতায় থাকা AIDMK-র হাত ধরে BJP সেখানে ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ১১৮ আসনের ধারেকাছেও পৌঁছতে পারেনি আম্মার দল। প্রথম থেকেই কোলাথুর কেন্দ্র থেকে এগিয়ে ছিলেন MK Stalin আর চিপক আসনে এগিয়ে ছিলেন তাঁর ছেলে উদয়নিধি। ২০১৯-এর লোকসভা ভোট থেকেই করুণা-পুত্র স্ট্যালিনের উত্থানের সূত্রপাত। এ দিকে, আম্মার মৃত্যুর পর ছত্রভঙ্গ তাঁর দল AIDMK। জয়ললিতার মৃত্যুর পর পনিরসেলভাম ও পালানিস্বামী- দুই শিবিরের লড়াই দেখেছে AIDMK। এই পরিস্থিতিতে ২০২১-এর বিধানসভা ভোটে কংগ্রেসের জোটসঙ্গী DMK তামিলনাড়ুতে ক্ষমতায় আসবে, এমন সম্ভাবনাই জোরদার হচ্ছিল। গত ২ মে রাতে ভোটের ফলের অভিমুখ তাই মোটামুটি স্পষ্ট হয়ে যাওয়ার পর তামিলনাড়ুর মানুষকে ধন্যবাদ জানান স্ট্যালিন।

আশ্বাস দেন, ক্ষমতায় আসার পর সাধারণের জন্যই কাজ করবে তাঁর দল। তবে, কোভিড বিধির কথা মাথায় রেখেই ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বাস দেখাতে বারণ করেছিলেন স্ট্যালিন। সেইমতো অনাড়ম্বরহীর অনুষ্ঠানে শপথ নিলেন তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*