রাজ্যে ১৮ উর্ধ্বদের টিকাকরণের ব্যবস্থা করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু করতে রাজ্য সরকারের তরফে প্রথম কিস্তিতে ১৭ লক্ষ প্রতিষেধকের অর্ডার দেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক ৫০ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের। সেই টাকা ইতিমধ্যেই মিটিয়েও দেওয়া হয়েছে। যদিও কবে সেই ভ্যাকসিন এসে রাজ্যে পৌঁছবে তার কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
গত ১ মে থেকে দেশ জুড়ে শুরু হয়েছে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ। খোলা বাজার থেকে টিকা কেনার ছাড়পত্রও রাজ্যগুলিকে ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্র। যদিও টিকার দামে বৈষম্য নিয়ে কেন্দ্র ও রাজ্যে মধ্যেও চাপানউতোর চলছে। কিন্তু, টিকার সরবরাহ মসৃণ না থাকায় থমকে রয়েছে ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া। এই অবস্থায় টিকাকরণের প্রক্রিয়াকে গতি দিতে ১৭ লক্ষ ভ্যাকসিনের অর্ডার দিল রাজ্য সরকার।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিলিয়ে ১৭ লক্ষ টিকার এই বরাত প্রথম কিস্তিতে সেরাম ইন্সটিটিউট এবং ভারত বায়োটেককে দিয়েছে রাজ্য। এর মধ্যে ১০ লক্ষের বেশি কোভিশিল্ড এবং বাকিটা রয়েছে কোভ্যাক্সিন। মূলত ১৮ উর্ধ্বদের টিকাকরণের জন্যই এই টিকা রাজ্য সরকার কিনছে বলে খবর।
রাজ্যে সরকার এই মুহূর্তে প্রধানত ৪৫ উর্ধ্ব এবং প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার উপর জোর দিচ্ছে। সূত্রের খবর, ৪৫ উর্ধ্বদের জন্য যে পরিমাণ টিকার প্রয়োজন তা কেন্দ্রীয় সরকারের কাছে থেকেই পাওয়া যাচ্ছে। অতিসম্প্রতি কেন্দ্র ১৩ লক্ষ টিকা রাজ্যকে দেবে বলে জানিয়েছে। যার মধ্যে ৭ লক্ষ টিকার ডোজ় ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে। বাকিটা ১৩ মে-র মধ্যেই চলে আসবে বলে খবর।
Be the first to comment