আগামী ১৫ দিন খুব খারাপ জায়গায় যেতে পারে রাজ্যের করোনা পরিস্থিতি। শুক্রবারই এই আশঙ্কার কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলটিনে দেখা গেল, একেবারেই অমূলক ছিল না সেই আশঙ্কা। গত ২৪ ঘণ্টায় একলাফে ২০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। মৃত্যুর হারও অব্যাহত।
শুক্রবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১১২ জন। এই একই সময়ে ১৭ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৯৮-তে। যদিও অতি সামান্য স্বস্তি দিয়েছেন নমুনা পরীক্ষার বৃদ্ধি পাওয়া হার। গত কয়েকদিন যাবৎ দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০-৬১ হাজারের মধ্যে ঘোরাফেরা করলেও আজ তা বেড়ে প্রায় সাড়ে ৬৪ হাজার হয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৫৫১ টি নমুনা পরীক্ষা হয়েছে।
সংক্রমণের নিরিখে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি উত্তর ২৪ পরগনা এবং কলকাতার। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় ৩,৯১৫ জন আক্রান্ত হয়েছেন। শহরেই মৃত্যু হয়েছে ২৮ জনের। সংক্রমণ এবং মৃত্যুর হারে অবশ্য কলকাতাতে পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩,৯৫৭ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের।
Be the first to comment