ফের মারাত্মক বিস্ফোরণের সাক্ষী আফগানিস্থানের রাজধানী কাবুল। বাচ্চাদের স্কুলের পাশেই বিস্ফোরণটি হয়েছে বলে সংবাদ সংস্থা সূ্ত্রে খবর। বিস্ফোরণের জেরে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত ৫৩। মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শিয়া অধ্যুষিত এলাকার স্কুল সৈয়দ আল-শাহদাতে বিস্ফোরণের পিছনে ইসলামিক স্টেট-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও কোনও জঙ্গিগোষ্ঠী এই ঘটনার দায় এখনও স্বীকার করেনি।
আহত ও মৃতদের মধ্যে অধিকাংশই বাচ্চা মেয়ে। এই ঘটনায় আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানি তালিবানদের দায়ী করেছেন। জানা গিয়েছে, এদিন সৈয়দ আল-শাহদা স্কুলে ছুটির সময়েই আচমকা স্কুলের সামনেই হয় বিস্ফোরণ। কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি। সৈয়দ আল-শাহদা স্কুলে তিনটি শিফটে পড়ুয়াদের পড়াশুনা চলে।
এদিন দ্বিতীয় শিফটে মেয়েদের ক্লাস চলছিল। তাদের ছুটির সময়েই একদম স্কুলের পাশেই হয় বিস্ফোরণ। উল্লেখ্য, শিয়া মুসলিম অধ্যুষিত অঞ্চলে মাঝেসাজেই হামলা চালায় ইসলামিক স্টেট।
Be the first to comment