অসমের নয়া মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা

Spread the love

জল্পনার শেষ। অসমের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবারই দিল্লিতে তাঁকে ও সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে ডেকে পাঠানো হয়। এরপর আজও বিজেপির মন্ত্রীসভার বৈঠক হয়। সেখানেই হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। একইসঙ্গে অসমে বিজেপির বিধানসভা পরিষদের প্রধান হিসাবেও হিমন্ত বিশ্ব শর্মাকেই নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র সিং তোমার। আজ সকালেই মুিখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন সর্বানন্দ সোনওয়াল।

২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হলেও বাকি রাজ্যগুলির মতো মুখ্যমন্ত্রী কে হবেন, তা স্থির করা যাচ্ছিল না অসমের ক্ষেত্রে।  প্রায় এক সপ্তাগহ জল্পনা জিইয়ে রেখে শনিবার দিল্লিতে তলব করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ও  বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। সেখানে দুই নেতার সঙ্গে মুখোমুখি এবং আলাদাভাবেও আলাপচারিতা করা হয়।

আজ সকালেও বিজেপির মন্ত্রীসভার বৈঠক হয়। সেখানেই হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। তড়িঘড়ি রাজ্যপাল জগদীশ মুখীর কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা পদ জমা দেন বিগত পাঁচবছরের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সূত্রের খবর, নির্বাচনের আগে থেকেই মুখ্য়মন্ত্রী পদ প্রার্থী হিসাবে এগিয়ে ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এই নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে মন কষাকষি ছিল বলেও জানা যায়। অসমের সোনওয়াল-কাচারি জনগোষ্ঠীর ভোট ধরে রাখতে সর্বানন্দ সোনওয়াল বিজেপির কাছে বিশেষ গুরুত্ব বহন করলেও বিগত দুই বিধানসভা নির্বাচনে বিজেপির দারুণ ফলের পিছনে ‘মাস্টারমাইন্ড’ ছিলেন প্রাক্তন কংগ্রেস নেতাই।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পেয়েছে ৭৫টি আসন, অন্যদিকে কংগ্রেসের মহাজোট ৫০টি আসন পায়। ২০১৬ সালের নির্বাচনে বিজেপির ফল আরও ভাল ছিল, তারা মোট ৮৬টি আসন দখল করেছিল। দীর্ঘ কংগ্রেস রাজ থেকে বিজেপির এই উত্থানের পিছনে হিমন্ত বিশ্ব শর্মার হাত ছিল বলেই মনে করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*