গরমে বঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি। রবিবার দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সারাদিন রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে ঝোডো় হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বেলা একটার পর থেকেই প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ কলকাতাতে বজ্রবিদ্য়ুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও, পূর্ব ও পশ্চম বর্ধমান-সহ একাধিক জেলায় হতে পারে বিক্ষিপ্ত বৃ্ষ্টিপাত। টানা ২-৩ ঘণ্টা চলবে নাগাড়়ে বৃষ্টি। বেলা পড়ার সঙ্গে সঙ্গে বৃ্ষ্টির বেগ কমলেও হালকা বৃষ্টিপাত হবেই।
হাওয়া অফিস জানিয়েছে, ছুটির শহরে আকাশ কার্যত মেঘলা থাকবে। তাপমাত্রার পারদ ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, কিছুদিন আগেই পশ্চিমী ঘূর্ণাবর্তের জেরে বঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, এ বছর জুনের শুরুতেই বর্ষার মুখ দেখবে দেশ এমনটাই ঘোষণা করেছিলেন মৌসম ভবনের কেন্দ্রীয় সচিব মাধবন রাজীবন। ১৫ মে বর্ষার আগমনের সুনির্দিষ্ট সূচি ঘোষণা করবে আবহাওয়া দফতর। ৩১ মার্চ বর্ষায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হবে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় সচিব। নিয়মমাফিক বর্ষা এলে বাংলাতেও আগামী ৮ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করবে বলেই অনুমান করছে মৌসম ভবন।
Be the first to comment