বাংলায় বেলাগাম করোনা সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার ৪৪১ জন। রাজ্যে একদিনে মৃত ১২৪ জন। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনাতেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৭ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। এরপরই রয়েছে কলকাতা। সেখানে গত একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। রবিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ৯৩ হাজার ১৫৯ জন। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৩২৭ জনের।
ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে বাংলায় কোভিড পরিস্থিতি। তুঙ্গে সংক্রমণ। এদিকে রাজ্যে করোনা পরীক্ষার চাপে নাভিশ্বাস উঠছে সরকারি-বেসরকারি ল্যাবগুলির। এদিকে একই বাড়িতে একাধিক সদস্য কোভিড পজিটিভ। ফলে সমস্যা হচ্ছে আইসোলেশনে থাকা নিয়েও। ন্যূনতম যে যত্নটুকু করোনা রোগীর প্রয়োজন, তাও মিলছে না।
অন্যদিকে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাকসিনের চাহিদা। প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিনের জোগান না থাকায় চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন জেলার একাধিক সরকারি হাসপাতালে ভ্যাকসিন অমিল। ভ্যাকসিন না মেলায় আতান্তরে পড়েছেন প্রথম ডোজ নেওয়া মানুষরা। দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত দিন পেরিয়ে গেলেও ভ্যাকসিনের দেখা নেই। সব মিলিয়ে একেবারে নাজেহাল পরিস্থিতি।
Be the first to comment