অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। দুপুর ১২টা নাগাদ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথ নিলেন তিনি। শ্রীমন্ত শঙ্করদেব কলাকেন্দ্রে অনুষ্ঠিত হল এই শপথগ্রহণ অনুষ্ঠান। রবিবারই অসম বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন হিমন্ত। বিজেপির পরিষদীয় দল ও পরে NDA-এর পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের কোঅর্ডিনেটর হিমন্ত বিশ্বশর্মার নামেই অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শিলমোহর পড়ে। আনুষ্ঠানিকভাবে অকংগ্রেসি সরকার হিসেবে টানা দু’বার অসমে সরকার গঠনে নজির গড়ল বিজেপি জোট।
রবিবার অসমে বিজেপির বিধানসভা পরিষদের প্রধান হিসাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র সিং তোমর হিমন্ত বিশ্বশর্মার নাম ঘোষণা করেন। ফলাফল বেরনোর সাতদিন পর অবশেষে জল্পনার অবসান। করোনার উদ্বেগজনক পরিস্থিতি সরিয়ে উত্তর-পূর্বের নিউক্লিয়াস এতদিন দু’টি নাম নিয়ে দোলাচলে ছিল । প্রথমজন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং দ্বিতীয় উত্তর-পূর্বে গেরুয়া শিবিরের ট্রাম্প কার্ড হিমন্ত বিশ্ব শর্মা। শেষ পর্যন্ত কিস্তিমাত দিয়ে এগিয়ে গেলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী।
এবারের নির্বাচনে মহাজোটকে পর্যুদস্ত করে দ্বিতীয়বারের জন্য অসমে জয় পেয়েছে NDA জোট। ৭৫টি আসন গিয়েছে গেরুয়া শিবিরের ঝুলিতে। কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট থেমেছে ৫০-এ। বাকি একটি আসনে জয় পেয়েছেন জেলবন্দি নেতা অখিল গগৈ। উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটের লড়াইতে এবার মুখ্যমন্ত্রীর নাম নিয়ে উচ্চবাচ্য করেনি বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফায় দফায় প্রচারে এলেও এবিষয়ে একটিও শব্দ ব্যবহার করেন নি। শেষ পর্যন্ত দক্ষ সংগঠক হিমন্ত বিশ্ব শর্মার উপরই আস্থা রাখলেন হাইকম্যান্ড। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হিমন্তর পরামর্শ নিয়ে থাকেন বলে শোনা যায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রশংসিত হয়েছিলেন হিমন্ত।
Be the first to comment