শীতলকুচি কাণ্ডে সিআইডির নজরে কেন্দ্রীয় বাহিনী, তলব ৩ পুলিশকর্মীকেও

Spread the love

শীতলকুচি কাণ্ডে এ বার কেন্দ্রীয় বাহিনীর উপর নজর পড়ল সিআইডির । ভবানী ভবন সূত্রের খবর, সিআইএসএফ-এর ছ’জন জওয়ানকে ভবানী ভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে সিআইডি-র তরফে । এই চার জন জওয়ানের মধ্যে রয়েছেন একজন ডেপুটি কমান্ড্যান্টও । পাশাপাশি আছেন একজন ইনস্পেকটর র‍্যাংকের আধিকারিক ও চারজন জওয়ান ।

যদিও সিআইডি-র তরফে এই চিঠি পেয়ে সিআইএসএফ-এর তরফে জানানো হয়েছিল, ভিডিওগ্রাফির মাধ্যমে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি । তবে ভবানী ভবন সূত্রের খবর, সিআইএসএফ-এর এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে ভবানী ভবন । সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিস্ট জওয়ানদের ভবানী ভবনে উপস্থিত থাকতেই হবে । তাঁদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন ।

পাশাপাশি এ দিন ভবানী ভবনে রাজ্য পুলিশের তিনজন আধিকারিককে তলব করা হয় । শীতলকুচি কাণ্ডে মোট দুটি এফআইআর হয়েছিল । দুটি মামলার মধ্যে ১৮০ নম্বর মামলায় সেখানে বুথের বাইরে জড়ো হওয়া জমায়াতের বিরুদ্ধে মামলা করে কেন্দ্রীয় বাহিনী । আর ১৮১ নম্বর মামলায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের তরফের মামলা হয়েছে বলে সিআইডি সূত্রের খবর ।

গোটা ঘটনার তদন্ত চলছে ৷ এ বার সিআইডির বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হতে চলেছেন তিনজন পুলিশ আধিকারিক । এঁদের মধ্যে অন্যতম হলেন মাথাভাঙা থানার আইসি বিশ্বেশ্বর রায় । তাছাড়াও কিউআরটি সুব্রত মণ্ডল ও তৎকালীন সেক্টর অফিসার রাফা বর্মন ।

সিআইডি সূত্রে খবর, প্রথমে এই তিনজন আধিকারিকই ঘটনাস্থলে পৌঁছেছিলেন । ফলে তাঁদের বয়ান নথিভুক্ত কিংবা রেকর্ড করা অত্যন্ত জরুরি । মূলত সিআইডি আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসা করতে পারেন যে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা কী কী তথ্য সংগ্রহ করেছিলেন ? তাছাড়াও নির্বাচন কমিশনে তাঁরা কী তথ্য জমা দিয়েছিলেন ?

ভবানী ভবন সূত্রের খবর, তাঁদের বয়ান রেকর্ড করা হবে । মূলত চতুর্থ দফা ভোটের দিন কোচবিহারের শীতলকুচি আচমকা অশান্ত হয়ে পড়ে । কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের । সে সময় কেন্দ্রীয় বাহিনীর বক্তব্য ছিল তাদের ঘিরে ফেলা হয়েছিল । আত্মরক্ষার জন্যই তারা গুলি চালিয়েছেন ৷ কিন্তু সঠিক বক্তব্য তিন আধিকারিকের থেকেই মিলতে পারে বলে সিআইডির অনুমান । ঘটনার পরপরই তদন্তভার গ্রহণ করে সিআইডি । কিন্তু নির্বাচন এবং নির্বাচনের ফল প্রকাশের জন্য তদন্তে কিছুটা বিলম্ব হয় । তবে ফল প্রকাশের পরপরই মাথাভাঙা থানার আইসি-সহ মোট তিন জনকে কলকাতার ভবানী ভবনে তলব করা হল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*