মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে তুলে নেবার সিদ্ধান্তে কেন্দ্র সরকার পার্লামেন্টে এক বিল পাশ করতে চায়। এবং একটি কমিশনও গঠন করা হবে বলে জানা যায়। এই বিলে কিছু শর্ত আছে তবে এই শর্ত মানতে নারাজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের দাবি এর ফলে ডাক্তাররা তাদের স্বাধীনতা হারাবে। এই বিল ও কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লী থেকে জানানো হয় আগামীকাল দেশের সর্বত্র কালাদিবস পালন করবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।
এ রাজ্যের মেডিকেল অ্যাসোসিয়েশন ও তাদের সাথে আগামীকাল পালন করবে কালাদিবস। রাজ্যের মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক সান্তনু সেন বলেন- রোগীদের চিকিৎসা ও পরিষেবা দেওয়াই ডাক্তারের প্রধান কর্তব্য। রোগীদের কোনো ক্ষতি হবেনা, তাদের দিকে সদাসর্বদা নজর রাখা হবে। চিকিৎসাও চলবে স্বাভাবিক ভাবেই, তার মধ্যেই এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কালাদিবস পালন করবো।
Be the first to comment